গতকাল ইডির দফতরে প্রায় ৫ ঘণ্টার ম্যারাথন জেরা চলল জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে। আর্থিক তছরুপের মামলায় ফেঁসেছেন বলিউড সুন্দরী। খোয়া গিয়েছে প্রায় ২০০ কোটি টাকা। এদিন রেকর্ড করা হয় জ্যাকলিনের স্টেটমেন্ট। জানা যায় ঠকবাজ সুকেশ চন্দ্রশেখর নামে এক ব্যক্তি অভিনেত্রীর থেকে নিয়েছেন এই টাকা। জানা যাচ্ছে, সাক্ষী হিসেবে যার জেরা চলছিল, সে নিজেই প্রতারনার শিকার। জানা গিয়েছে, জ্যাকলিন সুকেশ চন্দ্রশেখর ও তাঁর প্রেমিকা লীনা পালের কথায় ফেঁসে গিয়ে খইয়েছেন প্রচুর অঙ্কের টাকা। জ্যাকলিনের সঙ্গে কথা বলে ইডি-র হাতে এসেছে বহু জরুরি তথ্য। জেলে বসেই এই কাজ চালিয়ে যাচ্ছিল সুকেশ। আপাতত রোহিনী জেলে আছে সে। ইডি সূত্রে খবর, বিগত বেশ কয়েক বছর ধরে এই প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে। তাঁর নামে বহুবার এফআইআর দায়ের করা হয়েছে। গত ২৪ অগস্ট চেন্নাইয়ে সুকেশের একটি ফ্ল্যাট, ৮২.৫ লক্ষ নগদ এবং ১২টিরও বেশি গাড়ি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা।