উপনির্বাচন নিয়ে এবার মুখ্য়সচিবের সঙ্গে বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে রয়েছে বিধানসভার উপনির্বাচন। কিন্তু করোনা পরিস্থিতির জন্য বাধ সাধছে, তাই এতদিন থমকে রয়েছে ভোটের কাজ। কিন্তু আর দেরী করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। কারণ মূল নির্বাচনের ছয় মাসের মধ্যেই সমস্ত উপনির্বাচন করাতেই হবে কমিশনকে। তাই সেই কথা মাথায় রেখেই আগামীকাল ভার্চুয়ালি পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী কমিশনার। তাঁর সঙ্গেই ভার্চুয়াল বৈঠকে থাকবেন জাতীয় নির্বাচন কমিশনের একাধিক কর্তারা। আর সেই বৈঠকেই থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।