কলকাতা

গবেষণারত পড়ুয়াদের জন্য আজ থেকে খুলছে জাতীয় গ্রন্থাগার

আজ থেকে গবেষণার কাজে আসা পড়ুয়াদের জন্য খুলছে জাতীয় গ্রন্থাগারের দরজা। গ্রন্থাগারের ডিরেক্টর অজয়প্রতাপ সিংহ বলেন, ”এখনই সমস্ত পড়ুয়াদের জন্য জাতীয় গ্রন্থাগার খুলছে না। শিশুদের বিভাগও বন্ধ থাকবে। যে সব গবেষকেরা এখানে পড়তে আসতে চান, তাঁদের একদিন আগে গ্রন্থাগারের ওয়েবসাইটে গিয়ে আসন বুক করতে হবে। আসন বুক করলে তবেই পড়ার সুযোগ মিলবে।” অজয়বাবু জানান, সব বিভাগেই কত জন একসঙ্গে বসে পড়াশোনা করতে পারবেন, তার একটি নির্দিষ্ট সংখ্যা রয়েছে। করোনা পরিস্থিতিতে সবাই একই সময়ে চলে এলে করোনা-বিধি লঙ্ঘিত হতে পারে। তাই আগে থেকে আসন বুক করে আসতে হবে। গ্রন্থাগার খোলা-বন্ধের সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানান অজয়বাবু।