ছাত্র আন্দোলন নিয়ে এবার সরাসরি রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে যাচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্বভারতীতে ক্রমশ জোরদার হচ্ছে ছাত্র আন্দোলন। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দাবি, তাঁর বাসভবনে খাবার সরবারহ বন্ধ করে দেওয়া হয়েছে। ওই দাবিকে উড়িয়ে দিয়ে উপাচার্যের বাসভবনে তিন বেলা খাবার পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করল বিক্ষোভকারী পড়ুয়ারা। আজ সকালে উপাচার্যের বাসভবন পূর্বিতা-র গেটের নীচ দিয়ে ডিম, কল, পাঁউরুটি পৌঁছে গিয়েছে ছাত্ররা। তাদের দাবি, পড়ুয়াদের আন্দোলনে কালি লেপার জন্য মিথ্যে প্রচার করছেন উপাচার্য। পুলিস-প্রশাসন ও রাজ্য সরকারে নিস্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন জমা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্ভবত বৃহস্পতিবারই মামলাটি উঠতে পারে হাইকোর্টে।