বিদেশ

আফগানিস্তানে সরকার গঠন পিছিয়ে গেল

দেশের ক্ষমতা দখলের ২০ দিন বাদেও সরকার গঠন করতে পারল না তালিবানরা। শুক্রবার জুম্মার নমাজের পরেই সরকার গঠনের কথা ঘোষণা করেছিল তালিবান শীর্ষ নেতৃত্ব। কিন্তু দিনভর গোটা বিশ্বকে অপেক্ষায় রেখে রাতে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, এদিন নতুন সরকার গঠন হবে না। আগামিকাল শনিবার নতুন সরকার গঠন করা হবে। সূত্রের খবর, মন্ত্রিসভায় কাদের ঠাঁই দেওয়া হবে তা নিয়ে তালিবানদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়েছে। ঐক্যমতে পৌঁছতে না পারার জন্যই সরকার গঠন সম্ভব হয়নি। গত ১৫ অগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল তালিবানরা। কিন্তু ক্ষমতা দখলের পরে সরকার গঠন নিয়ে টালবাহানা চলছে। প্রশাসনিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য বেশ কয়েকজনকে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। নতুন সরকার গঠন না হওয়ায় কাবুলিওয়ালার দেশে রাজনৈতিক অচলাবস্থা কাটছে না। বৃহস্পতিবারই তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সাংবাদিকদের জানিয়েছিলেন, শুক্রবার পূর্ণাঙ্গ সরকার গঠন করা হবে। ফলে গোটা বিশ্ব তাকিয়ে ছিল, কাবুলের দিকে। সকাল পেরিয়ে বিকেল, সন্ধে গড়িয়ে রাত হলেও নতুন সরকার গঠন করা হয়নি। জানা যাচ্ছে, সম্ভবত আগামীকাল ৪ সেপ্টেম্বর সরকার গঠন করা হবে!সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুসারে, নয়া আফগান সরকারের প্রধান হচ্ছেন মোল্লা বরাদর। বর্তমানে এই মোল্লা বরাদর তালিবানদের রাজনৈতিক দফতরের দায়িত্বে রয়েছে। এছাড়াও, জানানো হয়েছে যে, তালিবানদের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের পুত্র মোল্লা মহম্মদ ইয়াকুব ও শের মহম্মদ আব্বাস স্তানেকজাইও নয়া সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকছেন।