আজ সকাল কলকাতা পুরসভার লাইসেন্স বিভাগে আগুন লাগে । পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রচুর নথিপত্র। দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে যায় কলকাতা পুরসভায়। দুটি ইঞ্জিনের চেষ্টাতে ১১ টা ১৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে । কলকাতা পুরসভার মূল গেটের পাশে এই লাইসেন্স বিভাগ । প্রধান গেট দিয়ে মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা ও নেতা-মন্ত্রীরা যাতায়াত করেন । প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল । এসি মেশিন থেকে শর্ট সার্কিট আগুন লাগতে পারে অনুমান করছেন দমকল কর্মীরা । দমকল জানিয়েছে, আগুনের লাগার কারণ তদন্ত করে দেখা হবে। কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি । দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে । লাইসেন্স বিভাগে কলকাতা পৌরনিগমের বিভিন্ন ধরনের লাইসেন্স পুনর্নবীকরণ করা হয় । বহু মানুষ প্রত্যেকদিন আসেন লাইসেন্স বিভাগে টাকা জমা দিতে । এদিন সকালে লোকজন তেমন না থাকায় কেউ হতাহত হয়নি । হঠাৎ আগুন লাগার ঘটনায় পুরসভার অন্দরমহলে আতঙ্ক ছড়ায়। এখন আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তি ফিরেছে ।