কলকাতা

হাইকোর্টে ১০ নতুন বিচারপতি নিয়োগের সুপারিশ সুপ্রিম কোর্ট কলেজিয়ামের

কলকাতা হাইকোর্টে আরও নতুন ১০ জন বিচারপতি নিয়োগের সুপারিশ করল সুপ্রিম কোর্ট কলেজিয়াম । সুপ্রিম কোর্টের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট কলেজিয়াম একটি বৈঠকে ১০ জনকে কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি হিসেবে নিয়োগের করার সুপারিশ করেছে ৷ ইতিমধ্যে সুপ্রিম কোর্ট কলেজিয়াম ফের ১০ জন বিচারপতির নাম সুপারিশ করায় খুশি আইনজীবীরা । কারণ কলকাতা হাইকোর্টে মোট বিচারপতির সংখ্যা ৭২ হলেও নতুন ৫ বিচারপতিকে নিয়ে এখন কর্মরত বিচারপতির সংখ্যা ৩৬ । ফলে এখনও অর্ধেক পদ শূন্য পড়ে রয়েছে । স্বাভাবিকভাবে বিচারপতির সংখ্যা বৃদ্ধি পেলে মামলার নিষ্পত্তিতে গতি আসবে সে বিষয়ে সন্দেহ নেই ।

যাদের নাম সুপারিশ করা হয়েছে, তারা হলেন –

১) শম্পা দত্ত পাল

২) বিভাস রঞ্জন দে

৩) সিদ্ধার্থ রায় চৌধুরী

৪) অজয় কুমার মুখোপাধ্যায়

৫) জয়তোষ মজুমদার

৬) অমিতেশ বন্দ্যোপাধ্যায়

৭) রাজা বসুচৌধুরী

8) লাপিতা বন্দ্যোপাধ্যায়

৯) শ্রীকৃষ্ণ রাও

১০) কোয়ালি ভট্টাচার্য