নির্বাচন কমিশনের এই ঘোষণা তামাশা বই আর কিছু নয় বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। শনিবার দুপুরে নিজের সল্টলেকের বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করেন শমীক ভট্টাচার্য। সেখানে সাংবাদিকরা তাঁকে এই বিষয় প্রশ্ন করলে শমীক ভট্টাচার্য বলেন, ‘বিজেপি চায় প্রত্যেক নির্বাচন সঠিক সময় হোক। মানুষ তার পছন্দের জনপ্রতিনিধিকে বেছে নিক। সে পৌর নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন বা উপনির্বাচন। বিজেপি সঠিক সময় নির্বাচনের পক্ষে। বিজেপি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে। কিন্তু নির্বাচন কমিশন যেভাবে বেছেবেছে নির্বাচন ঘোষণা করল, শুধুমাত্র একটি আসনে উপনির্বাচন ঘোষণা করল, এই ঘোষণা করে কার্যত নির্বাচন কমিশন নিজেদের একটি তামাশার বস্তু হিসেবে রূপান্তরিত করেছে।’ বলে কটাক্ষ করেন শমীক ভট্টাচার্য। তিনি আরও প্রশ্ন করেন, ‘এটা কী সিদ্ধান্ত ? যদি যে যে আসনে উপনির্বাচন বাকি রয়েছে সেই সবজায়গায় উপনির্বাচন হত সেখানে একটা প্রশ্ন থাকতো। কিন্তু বেছে বেছে শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন, এই ঘোষণা নির্বাচন কমিশন করে নিজেদের প্রতিষ্ঠার সঙ্গেই তাদের মর্যাদা গুরুত্বর সঙ্গেই খুব একটা সুবিচার করলো না’ বলে মন্তব্য করেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, শমীক ভট্টাচার্য বলেন, ‘কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৃণমূল কংগ্রেস তোলে। কার্যত ধারাবাহিকভাবে বলা হচ্ছিল নির্বাচন কমিশন বিজেপির আজ্ঞাবহ, নির্বাচন কমিশন বিজেপির পার্টি অফিস। কিন্তু আজকের এই সিদ্ধান্ত অসাংবিধানিক কী নয়, এই নিয়ে অন্য কেউ প্রশ্ন তুলতে পারেন। কিন্তু এই ঘোষণায় স্বাভাবিকভাবেই আমরা সন্তুষ্ট নই’ বলে জানিয়ে দেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। পাশপাশি তিনি আরও বলেন, ‘নির্বাচন যাতে অবাধ এবং শান্তিপূর্ণভাবে হয় তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। কোভিড আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে যদি নির্বাচন করা যেত তাহলে সমস্ত কেন্দ্রে নির্বাচন হত। তাহলে কী ধরে নিতে হবে যে এই মূহুর্তে ভবানীপুরে কোনো সংক্রমণ নেই এবং অন্যান্য কেন্দ্র বা দিনহাটা শান্তিপুরে সব সমস্ত সংক্রমণ রয়েছে ?’ প্রশ্ন তুলে শমীক ভট্টাচার্য আরও বলেন, ‘এই সিদ্ধান্ত একটা তামাশা, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আমরা সরাসরি অস্বীকার করছিনা, আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। কিন্তু নি:সন্দেহে যে ঘোষণা আজকে হয়েছে এই ঘোষণা সুষ্ঠু স্বাভাবিক মানুষ এই ঘোষণাকে মেনে নিতে পারছে না। এবং আমাদের কর্মীরাও এই ঘোষণায় অসন্তুষ্ট।’ বলে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। পাশাপাশি ‘বেছে বেছে একটি কেন্দ্রের ঘোষণা, স্বাভাবিকভাবেই এই ঘোষণার নিন্দা করছি’ বলেও জানান শমীক ভট্টাচার্য।