কলকাতা

হিডকোর উদ্যোগে নিউটাউনে ৩ দিন ব্যাপী বৈদ্যুতিক গাড়ির কার্নিভাল

প্রতিদিনই রেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। তাই বৈদ্যুতিক গাড়ির ওপর জোর দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। নিউটাউনে ৩ দিন ব্যাপী বৈদ্যুতিক গাড়ির কার্নিভাল আয়োজন করতে চলেছে হিডকো (HIDCO)। মূলত মানুষের মধ্যে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের প্রতি আকর্ষণ বাড়াতেই এই পরিকল্পনা। চলতি মাসের ২৪ থেকে ২৬ তারিখ এই কার্নিভাল হবে নিউটাউনে।  এই গাড়ির মেলায় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। বৈদ্যুতিক গাড়ির সুবিধা জানতে পারবেন উত্‍সাহীরা। এই গাড়ির মেলায় থাকবে বাস থেকে রিকশা। বৈদ্যুতিক মাধ্যমে চলা সবরকম যানই উপস্থিত থাকবে। বৈদ্যুতিক সাইকেল, রিকশা, দু’চাকা, চার চাকা এমনকি বাসও চলছে রাস্তায়। সেই সংখ্যা আরও বেশি মাত্রায় বাড়াতেই এই নয়া উদ্যোগ। নিউটাউনের রাস্তায় শুধুমাত্র বৈদ্যুতিক গাড়ি চালানোর ভাবনা আছে হিডকোর। পাশাপাশি, সাইকেল চালানোর ওপরও জোর দেওয়া হচ্ছে। এমনকি নিউটাউন রাজ্যের একমাত্র জায়গা যেখানে সাইকেল চালানোর জন্য মূল সড়কের পাশেই আলাদা রাস্তা বানানো হয়েছে। যেখান দিয়ে আপনি অনায়াসেই দুচাকায় ভর করে চলে যেতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গা। গাড়ির যানজট ছাড়াই। নিজের সাইকেল না থাকলেও অ্যাপের মাধ্যমে সাইকেল বুক করার ব্যবস্থা আছে নিউটাউনে।