ভবানীপুরেই কেন ভোটের দিণক্ষণ ঘোষণা করা হয়েছে? ঠিক এই প্রশ্ন তুলেই এবার আইনি লড়াইয়ের নামছে বঙ্গ বিজেপি। ভবানীপুরের ভোট আটকাতে আইনি লড়াইয়ের ভাবনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যয়কে আটকাতে বিজেপি এবার আইনের আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছে বঙ্গ বিজেপি। সূত্রের খবর, ইতিমধ্যেই মোদি-শাহের আইনজীবীর সঙ্গে শলা-পরামর্শ করার কথা ভাবা হচ্ছে। যে কোনও উপায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসন থেকে সরাতে হবে। এই মোটো নিয়ে বরাবর এগিয়েছে বিজেপি। উপনির্বাচনের বিরোধিতায় কখনও লোকাল ট্রেন বন্ধের অজুহাত তো কখনও স্কুল বন্ধের অজুহাত খাঁড়া করতে দেখা গিয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে। যদিও শনিবার সকালে ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু বিজেপি যে ফের বিরোধিতা করবে তার আভাস মিলেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথাতেই। এবার সূত্র মারফত জানা গেল, দলের আইনজীবী-সাংসদ মহেশ জেঠমালানিকে সামনে রেখে আইনি লড়াইয়ে নামতে পারে দল।