কৃষিজাত দ্রব্য পরিবহনের জন্য বিশেষ কৃষক স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হলো। আজ সকালে ট্রেনটি উদ্বোধন হয় গেদে এবং শান্তিপুর থেকে। এদিন নদীয়ার গেদে স্টেশনে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং শিয়ালদহের ডিআরএম সুরেন্দ্র প্রতাপ সিং। পাশাপাশি শান্তিপুর থেকেও এই কৃষক স্পেশাল ট্রেনের উদ্বোধন হয়। মূলত নদীয়ার মাজদিয়া, রানাঘাট, গেদে, শান্তিপুর সহ বিভিন্ন এলাকা থেকে সবজি, মাছ, দুধ ও ছানা প্রচুর পরিমাণে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রায় দুই বছর ধরে করোনা সংক্রমণ রোধে শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলছে। তাও খুব কম। জগন্নাথ সরকার এদিন জানিয়েছেন, আপাতত গেদে এবং শান্তিপুর থেকে দুই জোড়া স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। পরিস্থিতি বুঝে আরও ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এই নতুন ট্রেন চালানোতে খুশি কৃষকরা।