দেশ

কারনালে পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে কৃষকদের ডাকা কর্মসূচিকে ঠেকাতে ৪০ কোম্পানি বাহিনী, জারি ১৪৪ ধারা, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

২৮ অগাস্ট কৃষকদের ওপর লাঠিচার্জের অভিযোগে হরিয়ানার কারনালে। মঙ্গলবার কৃষকদের মহাপঞ্চায়েতের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন কৃষক সংগঠনের ডাকা এই কর্মসূচিকে ঠেকাতে ইতিমধ্যে সেখানে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সমেত ৪০ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কারনাল সহ আশপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। কৃষক বিক্ষোভ নিয়ন্ত্রণে হরিয়ানা সরকার প্রথমে কারনালে সোমবার ভোররাত থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার কথা জানিয়েছিল। সোমবার হরিয়ানা স্বরাষ্ট্র দফতরের তরফে প্রথমে বলা হয়েছিল ইন্টারনেট পরিষেবা (2g/3g/4g/cdma/gprs), এসএমএস পরিষেবা বন্ধ রাখা হবে। পরে বিকেলের দিকে সতর্কতামূলক ব্যবস্থার কথা উল্লেখ করে হিসেবে কারনাল সংলগ্ন চার জেলায় মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যে জেলাগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, সেগুলি হল কুরুক্ষেত্র, কাইথাল, জিন্দ এবং পানিপত।