খেলা

অস্ত্রোপচারের পর সুস্থ আছেন পেলে

ব্রাজিলের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার তথা ‘ফুটবলের রাজা’ পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। কোলনে অস্ত্রোপচারের পর নিজের প্রতিক্রিয়াও দিয়েছেন তিন বারের ফুটবল বিশ্বকাপজয়ী তারকা। জানিয়েছেন যে তিনি সুস্থ আছেন। পরিবার ও বন্ধুদের সাহচর্যে কঠিন সময় তিনি পেরিয়ে গিয়েছেন বলেও জানিয়েছেন পেলে। সাও পাওলোর হাসপাতালের তরফে জারি করা বুলেটিনেও ফুটবল ভক্তদের আশ্বস্ত করা হয়েছে। সূত্রে খবর, রুটিন মেনে কার্ডিওভাসকুলার ও অন্যান্য শারীরিক পরীক্ষা করতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। চেক আপের সময়ে তাঁর কোলনে টিউমার ধরা পড়ে। প্যাথোলজিক্যাল টেস্টের পর এ ব্যাপারে চিকিত্‍সকদের সন্দেহের অবসান হয়। একই সঙ্গে আরও কিছু পরীক্ষা নীরিক্ষা করার পর পেলের কোলনে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন সাও পাওলো হাসপাতালের ডাক্তাররা। গত শনিবার পেলের শরীর থেকে টিউমারটি কেটে বের করে আনা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে বলে কিংবদন্তি ফুটবলারের পরিবারের তরফে জানানো হয়েছে। মঙ্গলবার ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ থেকে পেলেকে বের করে আনা হয়। আপাতত তিনি সুস্থ আছেন বলে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে। গত ৩১ অগাস্ট রুটিনমাফিক শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়েছিলেন পেলে। সোশ্যাল মিডিয়ায় তিনি এ সংক্রান্ত এক পোস্টও করেছিলেন। কোলনের টিউমার অপারেশনের পরও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ব্রাজিল কিংবদন্তির পোস্ট। যেখানে তিনি শুভেচ্ছা প্রেকরদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ডাক্তারদেরও প্রশংসায় পঞ্চমুখ হন ব্রাজিল ফুটবলের কিংবদন্তি। জীবনের এই কঠিন ম্যাচও হাসিমুখে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন পেলে।