তালিবান দাবি করেছিল যে পঞ্জশিরে তারা সম্পূর্ণ জমি দখল করে নিয়েছে। সেই দাবিকে কার্যত জল ঢেলে দিল অজানা যুদ্ধবিমানের। এদিকে, পঞ্জশিরের জমিতে যখন তারা এলাকা দখলের পথে এগিয়ে গিয়েছে, তখন আকাশপথে এদিন সকালে প্রবল এয়ারস্ট্রাইকে কার্যত তালিবানি ঘাঁটি গুঁড়িয়ে যায় পঞ্জশিরে। এমন পরিস্থিতিতে গোটা পঞ্জশির কার্যত ফের একবার যুদ্ধমুখী বলে জানা যাচ্ছে। এদিকে, ঘটনায় বহু তালিবানি সদস্য মারা গিয়েছে বলে খবর। এই প্রবল সংঘাতের মধ্যেও এখনও জানা যায়নি যে ওই যুদ্ধবিমান কাদের। জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে তালিবান ঘাঁটি লক্ষ্য় করে আফগানিস্তানের বুকে পঞ্জশিরে প্রবল আক্রমণ চালায় এক যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান কোনও দেশের নাকি কোনও বাহিনীর তা জানা যায়নি। তবে যেখানে রেজিসটেন্স ফোর্স দাবি করছে যে, তালিবান পাকিস্তানের সেনার সাহায্য নিয়ে পঞ্জশির জয় করতে চাইছে, সেখানে এই অজানা রহস্যময় যুদ্ধবিমান ঘিরে তুঙ্গে আলোচনা।