কলকাতাঃ করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা রয়েছে। কিন্তু তার মাঝেই উৎসবের সূচনা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, এবারও কোভিডস্বাস্থ্যবিধি মেনেই সব উদ্যোক্তাদের দুর্গা পুজোর আয়োজন করতে হবে। বারোয়ারি পুজো কমিটিগুলো পাবে পঞ্চাশ হাজার করে। তবে, বিসর্জনের কার্নিভাল বা রাতে পুজোর ঠছাকুর দেখায় ছাড় মিলবে কিনা তা চূড়ান্ত হবে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করেই। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসে রাজ্য প্রশাসন। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই সংক্রমণের মাঝে পুজো করতে কী কী নিয়ম-বিধি মানতে হবে তা খোলসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “রাজ্যের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রনে। কিন্তু এটা বাড়তে দিলে হবে না। আবার বিশেষজ্ঞরা বলছেন তৃতীয় ঢেউ আসছে। তাই সব পুজো কমিটিগুলিকেই গত বারের মতো কোভিড বিধি মেনে চলতে হবে।” হইহুল্লোড়ে রাশ টানা হয়েছিল। এবারও সেই ধারাই বলবৎ থাকছে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর পরামর্শ, “ক্লাব চত্বরে স্যানিটাইজার রাখবেন। মাঝে মাঝেই মণ্ডব স্যানেটাইজ করবেন। এছাড়া মণ্ডপে মাস্ক বিলি করুন। প্রয়োজনে কর্পোরেট সংস্থাগুলোকে কাজে লাগান। মনে রাখবেন মাস্ক পড়লে অনেকটাই রেহাই।”সংক্রমণের ফলে এনেক পুজো কমিটিরই অর্থনৈতিক অবস্থা সঙ্গীন। সে কথা বিবেচনা করে গত বছর রাজ্য সরকার নথিভুক্ত পুজো কমিটিগুলিকে ৫০ হাজার করে অনুদান দিয়েছিল। এবারও সেই অনুদান মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। তাঁর কথায়, “উৎসব সবার। তাই নৈতিকতা ও মানবিকতার বিচারে উৎসবের দিনগুলিতে মানুষের পাষে থাকার চেষ্টা করেছে রাজ্য সরকার।” মুখ্যমন্ত্রী বলেন, “রাতের ঠাকুর দেখায় এখনও পর্যন্ত রাজ্য সরকার ছাড়ের পক্ষে। কার্নিভালও করতে আগ্রহী। কিন্তু, সবটাই নির্ভর করছে পুজোর সময়ে সকরোনা সংক্রমণ পরিস্থিতির উপর।” মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, পুজোর প্রয়োজনীয় অনুমতি নিতে এবারও ওয়ান উইন্ডো সিস্টেম চালু থাকবে।
এক নজরে দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রীর বক্তব্য –
🔴 ৩২ হাজার ৩৭৭ কোটি টাকার বেশি লেনদেন হয় পুজোতে, গবেষণার রিপোর্ট
🔴 পুজোয় রাতে প্যান্ডেল হপিং নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরে
🔴 কোভিড সচেতনতা নিয়ে প্রচার করার জন্য ক্লাবগুলিকে অনুরোধ করব
🔴 পুজোর কার্নিভাল নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে
🔴 মণ্ডপে স্যানিটাইজ করতে হবে, মাস্ক বিলি করতে হবে
🔴 ছোট করে পুজো করুন, কিন্তু সুন্দর করে করুন
🔴 সারা রাজ্যে ৩৬ হাজার পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া হবে
🔴 মহিলা পরিচালিত পুজো রয়েছে দেড় হাজার
🔴 কলকাতায় প্রায় আড়াই হাজার পুজো হয়, নিশ্চিন্তে পুজো করো
🔴 গতবছর রাজ্য সরকার যা যা সুযোগ-সুবিধা দিয়েছিল, এবারও তা দেবে
🔴 আগের বছরের মতোই কোভিড প্রোটোকল মানতে হবে
🔴 পুরসভা ও পঞ্চায়েত এলাকার পুজো কমিটিগুলিকে দমকলের জন্য কোনও ফি দিতে হবে না
🔴 বিদ্যুতের বিলে ছাড় মিলবে ৫০ শতাংশ
🔴 পুজো কমিটিগুলিকে দেওয়া হবে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান
🔴 কোভিড বিধি মেনেই হবে এবছরের দুর্গোত্সব
🔴 পুজোর প্রয়োজনীয় অনুমতি নিতে এবারও ওয়ান উইন্ডো সিস্টেম চালু থাকবে