কাবুলে পাকিস্তান বিরোধিতায় সরব হলেন আফগানরা। কয়েকশো মানুষের বিক্ষোভে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷ মিছিলে প্রায় ৭০ জন মহিলা অংশগ্রহন করেছিল। স্লোগান উঠল ইসলামাবাদ ও আইএসআই-এর বিরুদ্ধে ৷ বিক্ষোভ হঠাতে গুলি চালায় তালিবান৷ গ্রেফতার করা হয়েছে সাংবাদিক ও চিত্রগ্রাহকদের ৷ সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, কাবুলে রাষ্ট্রপতিভবনের সামনে পাকিস্তানবিরোধী বিক্ষোভকারীদের হঠাতে গুলি চালিয়েছে তালিবান ৷ বিক্ষোভকারীরা মিছিল করে যাচ্ছিলেন কাবুল সেরেনা হোটেলের দিকে ৷ সেখানেই গত এক সপ্তাহ ধরে রয়েছেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর অধিকর্তা ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, হাতে প্ল্যাকার্ড নিয়ে কাবুলের রাস্তায় মিছিল করছেন কয়েকশো আফগান পুরুষ ও মহিলা ৷ তাঁদের মুখে ছিল পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান ৷ পরে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তর আফগানিস্তানের বালখ প্রদেশে ৷ সেখানেও রাস্তায় দেখা গিয়েছে বিক্ষোভ ৷ নিকাব, বোরখা পরে কাবুলের রাস্তায় বহু মহিলা বিক্ষোভে সামিল হয়েছেন ৷ সবার মুখে ছিল, “আজাদি, আজাদি”, “ডেথ টু পাকিস্তান”, “ডেথ টু আইএসআই” স্লোগান ৷