বিদেশ

আফগানিস্তানে নয়া সরকার ঘোষণা তালিবানের, প্রধানমন্ত্রী হাসান আখুন্দ, ডেপুটি আবদুল গনি বরাদর, প্রতিরক্ষায় মোল্লা ইয়াকুব

অবশেষে ঘোষিত হল আফগানিস্তানের তালিবান সরকার। মঙ্গলবার রাতের দিকে প্রথম দফার মন্ত্রিসভা ঘোষণা করেন সংগঠনের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ। দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী হাসান আখুন্দ। তাঁর ডেপুটি হিসেবে কাজ করবে আবদুল গনি বরাদর। আফগানিস্তানের বিদেশ মন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলাবে আমির খান মুত্তাকি আর তাঁর ডেপুটি আব্বাস স্তানিকজাই। সরাজউদ্দিন হাক্কানি সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রী। ঘটনাচক্রে হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ছেলে সরাজউদ্দিন হাক্কানি।   আর সে দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজ সামলাবে মোল্লা ইয়াকুব। রীতিমতো সাংবাদিক বৈঠক করে এই নাম ঘোষণা করেছে তালিবান।