কলকাতা

একাধিক দেশের থেকে যাত্রীরা কলকাতা বিমান বন্দরে নামলে এবার থেকে নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট বাধ্যতামূলক

 মঙ্গলবার কলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন স্বাস্থ্য ভবনের কর্তারা। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ, চিন, নিউজিল্যান্ড-সহ একাধিক দেশ থেকে যাত্রীরা কলকাতা বিমান বন্দরে নামলে আরটিপিসিআর অত্যাবশ্যক। রিপোর্ট নেগেটিভ হলে তবেই মিলবে শহরে প্রবেশের অনুমতি। না হলে কোয়ারেনটাইনে থাকতে হবে আগের নিয়ম মেনে। করোনার নতুন যে ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে তা নিয়ে চিন্তিত স্বাস্থ্য দফতর। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, চিন, নিউজিল্যান্ড জিম্বাবোয়ে, মায়ানমার-সহ বেশ কয়েকটি দেশে করোনার নতুন উপসর্গ পাওয়া গিয়েছে। এই সমস্ত দেশ থেকে কেউ শহরে আসলে তাঁদের কোনও ভাবেই কলকাতা বিমান বন্দরের বাইরে বেরোনোর অনুমতি মিলবে না, যতক্ষণ না তাঁদের আরটিপিসিআর টেস্ট করানো হচ্ছে। আরটিপিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ আসলে তবেই মিলবে শহরে ঢোকার ছাড়পত্র। এ ছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে মঙ্গলবার সল্টলেক স্বাস্থ্য ভবনে কলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে আলোচনা করেন স্বাস্থ্য দফতরের উচ্চ পদস্থ আধিকারিকরা। এদিনের বৈঠক প্রসঙ্গে স্বাস্থ্য আধিকারিক সৌমিত্র মোহন বলেন, “বাইরের দেশ থেকে আসলে আরটিপিআর টেস্টের ক্ষেত্রে যা নিয়ম তাই মানতে হবে।” আর ক’‌দিন বাদেই রাজ্যে শুরু হচ্ছে উৎসবের মরসুম। পুজো উপলক্ষে অন্য রাজ্য থেকে যেমন লোকজন তাঁদের বাড়িতে আসেন তেমনি বিদেশ থেকেও অনেকেই বাড়ি আসেন। এঁদের মধ্যে কেউ কেউ সংক্রমিত থাকতেই পারেন। ফলে তাঁর থেকে অন্যদের সংক্রমণ আটকানোটা যেমন একটা লক্ষ্য তেমনি এই সাতটি দেশে সংক্রমণের মাত্রা নতুন করে বৃদ্ধি পাওয়ার খবরও পাওয়া গেছে বলে জানিয়েছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক। ফলে ঝুঁকি না নিয়েই এই সাতটি দেশের যাত্রীদেরকে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।