মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দিলে লাভ তুলবে বিজেপি! এভাবে বিজেপি-কে সাহায্য করতে নারাজ প্রদেশ কংগ্রেস। তাই ভবানীপুর কেন্দ্রে আসন্ন বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস কোনও প্রার্থী দিচ্ছে না। এর ফলে প্রশ্ন উঠে গেল, তাহলে কি এখানেই বাংলায় বাম-কংগ্রেস জোটে দাড়ি পড়ল? চব্বিশের দিকে তাকিয়ে কি তৃণমূলের কাছে আসার বার্তা দিয়ে দিলেন সোনিয়া গান্ধী? তবে এখনই সে ব্যাপারে কিছু না বলা গেলেও, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনে যে বাম-কংগ্রেস জোট ছেদ পড়ল তা বলাই যায়। কারণ প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, ভবানীপুর উপনির্বাচনে তাঁরা শুধু প্রার্থী দিচ্ছেন না তাই নয়, প্রচারেও নামবেন না। একুশের বিধানস ভোটের পরে অনেক জল গড়িয়ে গিয়েছে। জাতীয় স্তরে বিজেপি বিরোধী সমস্ত দলকে ঐক্যবপদ্ধ করতে মমতা দিল্লি সফরে গিয়ে সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। তেমনই সনিয়াও তাঁর বৈঠকে সমস্ত অবিজেপি দলগুলির সঙ্গে মমতাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। এই পরিস্থিতিতে মমতার বিরুদ্ধে প্রার্থী না দেওয়াকেই শ্রেয় বলে মনে করলেন সনিয়া। বোঝাতে চাইলেন, ফোকাস একটাই। বিজেপিকে হারাও।