নারদ মামলায় অভিযুক্ত তিন বিধায়ককে ডেকে পাঠানোর জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রাজ্য বিধানসভায় আদালতের সমন পাঠাল। প্রাথমিক আলোচনার পরে এই প্রশ্ন যথার্থ বলেই মনে করা হচ্ছে। ঠিক হয়েছে, এই মর্মে বিধানসভার তরফে সমনের বিষয়ে নিজেদের ব্যাখ্যা সংশ্লিষ্ট আদালতকে জানিয়ে দেওয়া হবে। নারদ-কাণ্ডে ইডি-র চার্জশিট নিয়ে আগে থেকেই রাজনৈতিক স্তরে চাপান-উতোর চলছে। এ বার ওই মামলায় অভিযুক্ত রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম এবং বিধায়ক মদন মিত্রের নামে সমন জারি করেছে সিবিআইয়ের বিশেষ আদালত। ওই তিন জনের নামে জারি করা সেই সমন বিধানসভার মাধ্যমে তাঁদের কাছে পাঠাতে চেয়েছে আদালত। আর তাতেই আপত্তি তোলা হয়েছে বিধানসভার তরফে। মঙ্গলবার ওই সমনের চিঠি পৌঁছয় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দফতরে। স্পিকার তা নিয়ে আপত্তি জানিয়েছেন। চিঠি পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ”বিধানসভার নিয়মবিধিতে দেখেছি, এই সমন পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব নয়। আমরা তা করছি না।”