দেশ

রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরের সঙ্গে বৈঠক অজিত ডোভালের

নয়াদিল্লিঃ বুধবার রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর নিকোলাই পেত্রোশেভের সঙ্গে বৈঠক করলেন অজিত ডোভাল। মঙ্গলবারই তালিবান তাদের নতুন সরকারের ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী হয়েছে মহম্মদ হাসান আখুন্দ। যে কিনা রাষ্ট্রসংঘের ঘোষিত জঙ্গি। এই পরিস্থিতিতে ভারত ও রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টাদের যৌথ বৈঠক আলাদা তাৎপর্য রয়েছে বলেই মনে করা হচ্ছে। দু’দিনের সফরে ভারতে এসেছেন রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর নিকোলাই পেত্রোশেভ। বুধবার তাঁর সঙ্গে

বৈঠকে বসেছেন অজিত ডোভাল। জানা গিয়েছে, ডোভালের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গেও ফোনে কথা বলবেন তিনি। গত ২৪ আগস্ট টেলিফোনে কথা হয় মোদি ও পুতিনের। দুই রাষ্ট্রপ্রধানের কথোপকথনের পরই এবার ভারত সফরে পেত্রোশেভ। ঠিক কী কথা হয়েছে ডোভাল ও বার্নসের মধ্যে তা অবশ্য জানা যায়নি। কিন্তু তালিবানের প্রত্যাবর্তনের পরিপ্রেক্ষিতে তাঁদের সাক্ষাতের পিছনে যে নিরাপত্তা ইস্যু খুব বড় ভূমিকা নিয়েছে সে বিষয়ে নিঃসংশয় আন্তর্জাতিক মহল।