কলকাতা

৪৮ ঘণ্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করল ইডি

দু’দিন আগেই দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দিয়েছিলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন করতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। টানা ৯ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক বলেছিলেন রাজনৈতিক পথে লড়তে না পেরেই প্রতিহিংসা চরিতার্থ করতেই এই ধরনের কাজ করছে গেরুয়া শিবির। এবার সেই জিজ্ঞাসাবাদের ৪৮ ঘণ্টা না পেরতেই ফের তলব করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজই তাঁকে ইডির তরফে নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, অভিষেকের জবাবে সন্তুষ্ট নয় ইডি। তাই ফের তলব করে প্রশ্ন করতে চান আধিকারিকেরা। সূত্রের খবর, বুধবার অভিষেককে ফের তলব করেছিল ইডি। সেজন্য তাঁকে সমনও পাঠানো হয়েছিল। তবে এতো সট নোটিশে জেরেই এদিন তিনি হাজিরা দেননি। পাশাপাশি রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও শীঘ্রই তবল করা হবে বলে খবর।