দেশের প্রথম এয়ার স্ট্রিপের উদ্বোধন করল নয়াদিল্লি। বৃহস্পতিবার রাজস্থানে বারমেরে ৯২৫ নম্বর জাতীয় সড়কে এই এয়ার স্ট্রিপের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করি। ফলে এবার থেকে জরুরি পরিস্থিতিতে ৯২৫ নম্বর জাতীয় সড়কের উপরই অবতরণ করতে পারবে ভারতীয় বায়ু সেনার যুদ্ধবিমান। এদিন দুই মন্ত্রী এবং বিপিন রাওয়াতকে নিয়ে ৯২৫ নম্বর জাতীয় সড়কে অবতরণ করে Hercules C-130J বিমান। এছাড়া বায়ুসেনার যুদ্ধ বিমান সুখোই (Sukhoi-30MKI), জাগুয়ারের জরুরি অবতরণের মহড়া করা হয়। ভারতীয় সেনার পণ্যবাহী বিমান An-32 এবং Mi-17v5 হেলিকপ্টারও অবতরণ করানো হয়। ৯২৫ নম্বর জাতীয় সড়কের Satta-Gandhav স্ট্রেচের ৩ কিলোমিটার রাস্তা ভারতীয় বায়ুসেনার বিমান অবতরণের জন্যই তৈরি করেছে এনএইচএআই ।