কলকাতা

NIRF Ranking: দেশের ১০ সেরার তালিকায় চতুর্থ স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়, অষ্টমে যাদবপুর

কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে ফের পালক। দেশের ১০টি সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় জায়গা পেয়েছে ঐতিহ্যমণ্ডিত প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। এবার চতুর্থ স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কেন্দ্র এদিন যো তালিকা প্রকাশ করেছে তাতে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানের জয়জয়াকার। রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ, বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের মতো অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। শুধু কলকাতা বিশ্ববিদ্যালয় নয়, স্বীকৃতি আদায় করেছে শহর তথা রাজ্যে আরও এক প্রাচীন বিশ্ববিদ্যালয় যাদবপুর। সেরা ১০-য়ের তালিকায় অষ্টমস্থানে যাদবপুর কলেজে পঠন-পাঠনের ক্ষেত্রে স্বীকৃতি আদায় করেছে সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। তালিকায় স্থান চতুর্থ। নাম রয়েছে হিন্দু কলেজেরও। তালিকায় নবম স্থানে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। আইআইটি খড়গপুর পেয়েছে ২০২১ সালের অন্যতম সেরা গবেষণা কেন্দ্রের স্বীকৃতি। দেশের গবেষণা কেন্দ্রগুলির মধ্যে মাত্র পাঁচটি নির্বাচিত করে ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। সেই তালিকায় স্থান জায়গায় হয়েছে খড়গপুর আইআইটির। তালিকায় প্রথম স্থানে আইআইএসসি বেঙ্গালুরু। বাকি তিন শিক্ষা প্রতিষ্ঠানগুলি হল আইআইটি মাদ্রাজ, আইআইটি বম্বে, আইআইটি দিল্লি।স্থাপত্য চর্চার ক্ষেত্রেও নাম রয়েছে আইআইটি খড়গপুরের। তালিকায় তৃতীয় স্থানে দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠান। বাকি চার শিক্ষা প্রতিষ্ঠান হল আইআইটি রুরকি, এনআইটি কালিকট, দিল্লির স্কুল অব প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার, আহমেদাবাদের সেন্টার ফর এনভায়রনমেন্ট প্ল্যানিং। আইআইটি খড়গপুর পেয়েছে ২০২১ সালের অন্যতম সেরা গবেষণা কেন্দ্রের স্বীকৃতি। দেশের গবেষণা কেন্দ্রগুলির মধ্যে মাত্র পাঁচটি নির্বাচিত করে ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। সেই তালিকায় স্থান জায়গায় হয়েছে খড়গপুর আইআইটির। তালিকায় প্রথম স্থানে আইআইএসসি বেঙ্গালুরু। বাকি তিন শিক্ষা প্রতিষ্ঠানগুলি হল আইআইটি মাদ্রাজ, আইআইটি বম্বে, আইআইটি দিল্লি।স্থাপত্য চর্চার ক্ষেত্রেও নাম রয়েছে আইআইটি খড়গপুরের। তালিকায় তৃতীয় স্থানে দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠান।