করদাতাদের আবারও সুখবর শোনাল আয়কর বিভাগ। একধাক্কায় পিছিয়ে দেওয়া হল আয়কর জমা দেওয়ার সময়সীমা। এর আগের বারে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল। তবে এ দিন এক ঘোষণার মাধ্যমে আয়কর বিভাগ চলতি অর্থবর্ষের (২০২১-২২) কর জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করে দিয়েছে। বিগত কয়েকদিন যাবৎ আয়কর জমা দেওয়ার পোর্টালে প্রযুক্তিগত সমস্যার কারণে করদাতারা কর জমা দেওয়ার ক্ষেত্রে একাধিক অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। যে কারণে অর্থমন্ত্রকও বেজায় বিড়ম্বনায় পড়েছিল। বিষয়টি নিয়ে খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও উদ্বেগে ছিলেন। তবে এ দিনের পর কেন্দ্রের কর আর চিন্তা থাকার কথা নয়। কর আদায়ে অনেকটা দেরি হলেও বছরের শেষ দিন পর্যন্ত আয়কর উসুল করতে পারবে কেন্দ্র।