কলকাতা

কোটি কোটি টাকার আর্থিক প্রতারণায় অভিযুক্তকে ধরতে ছত্তিশগড়ে বাধা, হাইকোর্টের দ্বারস্থ কলকাতা পুলিশ

কোটি কোটি টাকার আর্থিক প্রতারণায় অভিযুক্ত এক ব্যক্তিকে ধরতে ছত্তিশগড় গিয়ে হুমকির শিকার কলকাতা পুলিশ । তাদের দাবি, ছত্তিশগড় পুলিশ সহযোগিতা তো করেনি ৷ উল্টে তাদের হুমকি দিয়েছে, যাতে সেখান থেকে তারা চলে যায় । তাই ওই অভিযুক্তকে ধরতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কলকাতা পুলিশ ৷ এই নিয়ে তারা একটি মামলা করেছে কলকাতা হাইকোর্টে ৷ সেখানে তাদের তরফে জানানো হয়েছে, ছত্তিশগড়ের দুর্গ জেলার পুলিশ সুপার কলকাতা পুলিশের আধিকারিকদের সেখান থেকে চলে আসতে বলেন ৷ কারণ, অভিযুক্তের সঙ্গে ছত্তিশগড়ের দুর্গ জেলার পুলিশ আধিকারিকদের ভাল সম্পর্ক রয়েছে ৷ তাই ওই ব্যক্তিকে ধরতে সিবিআই বা সিআইডিকে নির্দেশ দিক আদালত ৷ এমনটাই চায় লালবাজার ৷ সেই আর্জিই তারা জানিয়েছে উচ্চ আদালতে ৷ বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় বিচারপতি রাজশেখর মানথার এজলাসে ৷ তিনি এদিন কলকাতা পুলিশের বক্তব্য শোনেন ৷ তার পর রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে ছত্তিশগড় পুলিশের ডিজির সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন । ওই ব্যক্তিকে ধরা গেল কি না তার রিপোর্টও একমাসের মধ্যে আদালতে জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ তিনি জানিয়েছেন, তার পর আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ।