দেশ

ব্রিকসের বার্ষিক সম্মেলনে সন্ত্রাস দমনে কড়া পদক্ষেপের কথা বললেন প্রধানমন্ত্রী মোদি

আজ শুরু হয়েছে ব্রিকসের সম্মেলন ৷ ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে তৈরি এই জোটের সম্মেলন এবার ভার্চুয়াল মাধ্যমে হচ্ছে ৷ কারণ অবশ্যই করোনার জেরে তৈরি হওয়া অতিমারি পরিস্থিতি ৷ এবার ওই সম্মেলনের ১৫তম বর্ষ ৷ এবার সভাপতিত্বের দায়িত্ব রয়েছে ভারতের কাঁধে ৷ তাই এদিনের সম্মেলনে সভাপতিত্ব করেন ও শুরুতেই ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি ৷ তালিবানরা আফগানিস্তান দখল করার পরেই গোটা বিশ্ব একটা সন্ত্রাসের আতঙ্কে ছড়িয়ে পড়েছে। ব্রিকসের বার্ষিক সম্মেলনেও সেই সন্ত্রাসবাদের বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকসের বার্ষিক সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে সন্ত্রাস মোকাবিলার সব রকম পরিকল্পনা দ্রুত কার্যকরা করার কথা বলেছেন। তিনি এও বলেন, ‘‘ভারতের সভাপতিত্ব কালে সমস্ত দেশই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ৷ এর জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ ৷’’ তার পরই গত দেড় দশকে ব্রিকসের সাফল্যের কথা তুলে ধরেন তিনি ৷ কীভাবে এই জোট উন্নয়নশীল দেশগুলিকে সাহায্য করছে, সেই ব্যাখ্যাও তিনি দেন ৷ পাশাপাশি আগামী ১৫ বছরে একে অপরকে সাহায্য করার বিষয়টির উপরও জোর দেন প্রধানমন্ত্রী মোদি ৷ এছাড়া তিনি জানান, করোনা পরিস্থিতির মধ্যেও চলতি বছরে ব্রিকসের দেড়শোটি বৈঠক ও অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ৷ তার মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে ২০টি ৷ আগামী নভেম্বরে ব্রিকসের জলসম্পদ মন্ত্রীদের বৈঠক হবে ৷ যা এই জোটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে বলে নরেন্দ্র মোদি এদিন তাঁর ভাষণে জানিয়েছেন ৷ এদিনের এই ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসানারো, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাপোসা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট জি জিংপিং ৷