তন্ময় উপাধ্যায়, কলকাতাঃ আজ গণেশ চতুর্থীর শুভদিনেই দুপুর ২টো নাগাদ আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে এসে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য নিজের মনোনয়ন দাখিল করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের উপনির্বাচনে তৃণমূলের তরফে প্রার্থী তিনিই। এই কেন্দ্রের জন্য বামেরা আগেই প্রার্থী ঘোষণা করেছে। বিজেপি প্রার্থী ঘোষণা করেছে এদিনই। কিন্তু মমতাই প্রথম প্রার্থী যিনি এদিন তাঁর মনোনয়ন দাখিল করলেন। আজ সকাল থেকেই সাজো সাজো রব গোটা কালীঘাট এবং সার্ভে বিল্ডিং চত্বরে ৷ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এদিন তিনি সার্ভে বিল্ডিংয়ে এসে তাঁর মনোনয়ন দাখিল করেন। সার্ভে বিল্ডিংয়ের ভিতর যখন প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী তখন তাঁর প্রস্তাবক হিসেবে দেখা গেল অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামীকে। যিনি প্রযোজক নিসপাল সিং রানে। মুখ্যমন্ত্রীর প্রস্তাবক হিসেবে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিম। মুখ্যমন্ত্রীর মনোনয়নে আরও দুই প্রস্তাবক ছিলেন দলের প্রাক্তন কাউন্সিলর বাবলু সিং এবং মীরজ শাহ। এদিন আগে থেকেই মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন দলের নেতাকর্মীদের যে কোভিড কালে যেন কোনও ভিড় করা না হয়। সেই মতো এদিন খুব কম সংখ্যক কর্মীকেই এদিন সার্ভে বিল্ডিংয়ের আশেপাশে দেখা গিয়েছে। তবে সকাল থেকেই তাদের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে সাধারন মানুষের কিছুটা হলেও ভিড় দেখা গিয়েছে।