সাদা স্করপিও গাড়ি। রাস্তার একধারে দাঁড়িয়ে। তাতে সামনের আসনে বসে মদ খাচ্ছেন ডিএসপি। রীতমতো ইউনিফর্ম পড়া। গাড়িতে সামনে লালবাতি। উপরে নীলবাতি। পরনে পুলিশের উর্দি! কাঁধে তিনটে তারা। ইউনিফর্মে হুবহু রাজ্য পুলিশের লোগো। রয়েছে নিজের নামের নেমপ্লেটও। তাতেও রাজ্য সরকারের স্টিকার সাটানো। কিন্তু পুরোটাই মিথ্যা। কোনও রকম পদাধিকারই যাতে মানুষের বুঝতে অসুবিধা না হয়, তার জন্য সব রকম বন্দোবস্ত করা রয়েছে। ডিএসপি দিনের আলোয়, এভাবে প্রকাশ্যে মদ খাচ্ছে এ ব্যাপারটি অস্বাভাবিক ঠেকে অনেকের কাছেই। বিষয়টি পুলিশ কমিশনারেটে জানানো হয়। তারপরই চন্দননগর পুলিশ কমিশনারেটের প্রকৃত পুলিশ কর্মীরা খোঁজ খবর করতে গিয়ে জানতে পারেন। ওই ব্যক্তি আসলে পুলিশই নয়। প্রতারণা ও তোলাবাজির জন্য পুলিশের মতো পোশাক ও গাড়ি ব্যবহার করছিল।