ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল শেষমেষ আজ বিজেপি। এবং ওই কেন্দ্রে রাজ্য বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে প্রার্থী করল পদ্ম শিবির। এছাড়াও ভবানীপুরে প্রার্থীর হয়ে কারা কারা প্রচারে আসবেন তার লম্বা লিস্ট প্রকাশ করা হয়েছে। স্টার ক্যাম্পেইন লিস্টে রয়েছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী , রাহুল সিনহা, বাবুল সুপ্রীয় ,রূপা গাঙ্গুলী, অগ্নিমিত্রা পল ,লকেট চট্টোপাধ্যায় ,স্মৃতি ইরানি ,মনোজ তিওয়ারি সহ অন্যান্যরা। এবার এই বিষয়ে বিজেপিকে খোঁচা দিতে একটি টুইট করেছেন কুণাল ঘোষ।
কুণাল ঘোষ টুইটে লিখেছেন, এটা যদি উপনির্বাচনে বিজেপি তারকা বক্তা তালিকা হয় –
১, মোদিজি সাহসী, শাহজি, নাড্ডাজির মত ডেইলি প্যাসেঞ্জাররা কই?
২, কৈলাস বিজয়বর্গীয় কই?
৩, বাবুল নাকি প্রত্যক্ষ রাজনীতি ছেড়ে দিয়েছিলেন।
তখনই বলেছিলাম নাটক নাকি এখানে বিশেষ কোনো কারন।
একুশের নির্বাচনের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার বাংলার মাটিতে পা রেখে প্রচারে এসেছিলেন। কিন্তু এবার স্মৃতি ইরানি ছাড়া আর কারোর নাম দেখা যায়নি। এছাড়াও বাবুল সুপ্রিয় মন্ত্রীত্ব চলে যাওয়ার পরে জানিয়ে দিয়েছিলেন তিনি আর কোনো ভাবেই রাজনীতির সাথে জড়িত থাকবেন না। অথচ আজ তিনি বলেছেন তিনি প্রিয়াঙ্কার হয়ে প্রচারে নামবেন। তাই মোদি -শাহ থেকে শুরু করে বাবুল সুপ্রিয়কে খোঁচা দিতেই কুণালের এই বিশেষ টুইট মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।