দেশ

টানা বৃষ্টির জেরে জলমগ্ন দিল্লি, আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে বিমান

প্রবল বৃষ্টিতে দিল্লির বিভিন্ন জায়গায় জমে আছে জল। ৪৬ বছরের মধ্যে দিল্লিতে এত বৃষ্টির নজির নেই। দিল্লির মত নয়ডা, গুরগাঁও তে প্রবল বৃষ্টি চলছে। জলমগ্ন দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর ৷ জলের মধ্যে সার দিয়ে একের পর এক বিমান দাঁড়িয়ে ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, এখুনি বৃষ্টি থেকে রেহাই মিলছে না দিল্লিবাসীর ৷ আকাশ প্রধানত মেঘলা থাকবে ৷ রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷  টানা বৃষ্টির জেরে জলমগ্ন রাজধানীর বিস্তীর্ণ অঞ্চল। আজ সকাল থেকেই দিল্লি ও সংলগ্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বিকাল/সন্ধ্যায় দিল্লির বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। রেকর্ড বৃষ্টির জেরে জলমগ্ন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ৩ নম্বর টার্মিনালে জল দাঁড়িয়ে গিয়েছে। যাত্রীদের ওয়েটিং লাউঞ্জেও জল জমেছে। রানওয়েতেও জল দাঁড়িয়ে যায়। জল দ্রুত বের করার কাজ শুরু হয়। এই কারণে কিছু বিমানের সময়সূচিতে পরিবর্তনও করা হয়।