সাদা গাড়ি থেকে নেমে এলেন নুসরত , ছিলেন সঙ্গে যশ ৷ দু‘জনে একসঙ্গে ঢুকে গেলেন কলকাতা পৌরসভায় ৷ পৌরনিগমের মেয়র গেট দিয়ে উপরে উঠে আসেন দু‘জনে ৷ নুসরতের হাত ধরে ছিলেন যশ । প্রথমে তাঁরা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরীর ঘরে ঢুকে যায় । সেখানে বেশ কিছুক্ষণ কথা বলেন ৷ এরপর ফিরহাদ হাকিমের সঙ্গেও দেখা করেন তাঁরা৷ এদিকে, যশরতের এভাবে কলকাতা পৌরসভায় যাওয়ার কারণ নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ করোনা টিকা নেওয়ার পাশাপাশি শোনা যাচ্ছে, সদ্যোজাতের জন্মের শংসাপত্রের বিষয়ে তাঁরা কলকাতা পৌরনিগমে গিয়েছিলেন ৷ আবার শোনা যাচ্ছে, জন্মের শংসাপত্রে শুধুমাত্র মায়ের নাম রাখতে চাইছেন নুসরত ৷ বার্থ সার্টিফিকেটে বাবার নাম বাদ দিয়ে শুধু মায়ের নাম রাখতে গেলে কী প্রক্রিয়া রয়েছে সে বিষয়ে জেনেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ। তাই তিনি এদিন পৌরনিগমের সদর দফতরে যান ৷ যদিও, কলকাতা পৌরনিগমের তরফে জানানো হয়েছে, তাঁরা দুজনেই টিকার প্রথম ডোজ নিতে গিয়েছিলেন ৷ নুসরত এতদিন সন্তানসম্ভবা ছিলেন ৷ তাই করোনার টিকা নিতে পারেননি । সদ্য পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৷ এরপরেই আজ পৌরনিগমের সদর দফতরে এসে টিকা নিলেন ।