আজ ৯/১১-র বিশ বছরের বর্ষপূর্তির দিনই আফগানিস্তানের নতুন তালিবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ আমন্ত্রিত ছিল রাশিয়া, ইরান, চিন, কাতার এবং পাকিস্তান ৷ কিন্তু শোনা যাচ্ছে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে ৷ সংবাদসংস্থার খবর অনুযায়ী, আমেরিকা ও পশ্চিমের দেশগুলির চাপে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তালিবান ৷ আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হানার বর্ষপূর্তিতে এই উদ্বোধনী অনুষ্ঠান হলে তাতে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছিল পশ্চিমি দেশগুলি ৷
মঙ্গলবার আফগানিস্তানে নয়া অন্তর্বর্তী সরকারের ঘোষণা করে তালিবান ৷ ঘোষিত হয়েছে মন্ত্রিসভার সদস্যদের নাম ৷ প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত জঙ্গি মোল্লা মহম্মদ হাসান আখুন্দ ৷ অভ্যন্তরীণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে হাক্কানি নেটওয়ার্কের শীর্ষ নেতা আলহজ মোল্লা সিরাজউদ্দিন হাক্কানিকে ৷ তাঁর দুই ডেপুটি হচ্ছেন মোল্লা আবদুল গনি এবং মৌলবী আবদুল সালাম হানাফি ৷ প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন মৌলবী মহম্মদ ইয়াকুব ৷ শিক্ষামন্ত্রী হয়েছেন শেখ মৌলবী নুরউল্লা মুনির ৷