ছোট আবাসনেও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ওপরেও নজরদারি চালাবে দমকল বিভাগ। এমনটাই জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু। সোমবার দমকল দফতরের মির্জা গালিব স্ট্রিটের অফিসের সাংবাদিক বৈঠকে ছোট আবাসনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। সুজিত বলেন, ”দমকল দফতর অডিট শুরু করছে। ছোট আবাসানের ক্ষেত্রেও সেই অডিট হবে। সেই অডিট হলেই সবকিছু জানা যাবে।” বস্তুত, শহর কলকাতা তৈরি হওয়া ছোট আবাসনগুলিতে কোথাও কোথাও অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে নামমাত্র। আবার কোথাও বছরের পর বছর রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়ে রয়েছে। এমনও আবাসন রয়েছে যেখানে কোনও আগুন নেভানোর ন্যূনতম ব্যবস্থাটুকু নেই। মূলত সেই আবাসনগুলির পরিকাঠামো নিয়েই মন্ত্রী নিজের মতামত জানিয়েছেন।