বুধবার সকালেই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। তবে ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই ঘটনাতেই এবার এনআইএ তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অর্জুন সিংহ কে খুনের চেষ্টা হয়েছে বলে আশঙ্কা করছে কেন্দ্র। তাঁর বাড়িতে বোমাবাজির ঘটনায় খুনের চেষ্টা, সংগঠিত অপরাধ, বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। ৮ সেপ্টেম্বর বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোঁড়া হয়। কেউ হতাহত না হলেও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সকাল সাড়ে ৬টা নাগাদ জগদ্দলে বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে পরপর ৩টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তারপর তাঁরা চম্পট দেয় বাইকে। বোমাবাজির নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ভবানীপুরে ভোটের দায়িত্ব নেওয়ার জন্যেই এই হামলা হয়েছে বলে তাঁর অভিযোগ। যদিও পুলিশের দাবি, দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। এর সাথে রাজনীতির কোন যোগাযোগ নেই। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।