জ্বরের প্রকোপ নিয়ে চিন্তিত জলপাইগুড়ির চিকিত্সকরা। শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালে সোমবার এসেছে ৫ সদস্যের প্রতিনিধি দল। এই মুহূর্তে তারা উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক অফিসার অন স্পেশাল ডিউটি ডাক্তার সুশান্ত রায় সহ জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে, বলে খবর। কেন ও কীভাবে এই রোগ ছড়াচ্ছে? চিন্তায় চিকিত্সকেরা। তাই এই আজ বৈঠক করে কোনও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে পারেন চিকিত্সকেরা।জলপাইগুড়িতে এমনিতেই জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা। নতুন করে সোমবার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় ৩ শিশুকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পেডিয়াট্রিক কেয়ার ইউনিট চালুর নির্দেশ হয়েছে। জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের শিশু বিভাগে এই মুহূর্তে চিকিত্সাধীন ১৩০ জন শিশু। গতকাল সংখ্যাটা ছিল ১২১। পাশাপাশি হাসপাতালের আউটডোর বিভাগে উপচে পড়ছে অসুস্থ শিশুর ভীড়। আক্রান্ত শিশুদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।