মহারাষ্ট্রে নৌকাডুবির ঘটনা ঘটল ৷ সেখানকার ওয়ার্ধা জেলায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ৷ কীভাবে নৌকাডুবির ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি ৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ জন নিখোঁজ ৷ তাঁদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় গত সাত-আটদিন ধরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে ৷ বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে ৷ ফলে নৌকা চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে ৷ তার মধ্যেই ওই নৌকাটি ওয়ার্ধা নদীর একদিক থেকে অন্য দিকে যাওয়ার চেষ্টা করছিল ৷ সেই সময়ই দুর্ঘটনা ঘটে ৷ প্রত্যক্ষদর্শীদের কারও কারও বক্তব্য, ওই নৌকায় বহন ক্ষমতার থেকে বেশি লোক ছিল ৷ ৩০ জনের বেশি ওই নৌকায় সওয়ার হয়েছিলেন বলে খবর ৷ নৌকা যখন মাঝ-নদীতে, তখনই তা উল্টে যায় ৷ স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারের কাজ শুরু করেন ৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দল ৷ যাঁরা দুর্ঘটনার কবলে পড়েছিলেন, তাঁরা একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার সকাল ১০টা নাগাদ তাঁরা কোনও কাজে এসেছিলেন ৷ পরে একসঙ্গে সবাই ফিরছিলেন ৷