জেলা

জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু

কয়েকদিনে জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি ছিল মোট ১৩০ জন শিশু ৷ মঙ্গলবার তাদের মধ্যেই একটি শিশু মৃত্যু হয়েছে ৷ মৃত শিশুকন্যার নাম কাবেরী রায়, বয়স ছয় ৷ বাড়ি কোচবিহারের মেখলিগঞ্জে । এদিন তার পরিবারের হাতে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুকন্যাকে গুরুতর অবস্থায় গতকাল হাসপাতালের নিয়ে আসে পরিবার । মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ৷ জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। এই মুহূর্তে জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে ১০২ জন ভর্তি রয়েছে ৷ ২৯ জন শিশুকে সুস্থ করে ছুটি দেওয়া হয়েছে ৷ চিকিৎসাধীন শিশুদের মধ্যেই একজনের মৃত্যু হল এদিন ৷ জানা গিয়েছে, আরও তিনজন শিশুর শারীরিক অবস্থা খারাপ হয়েছে । গতকাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলও এসেছেন এখানে ৷ বেশিরভাগ শিশুরই জ্বরের সমস্যা ৷ চিকিৎসাধীন শিশুদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । শিশুদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে কলকাতায় । ডেঙ্গি, চিকনগুনিয়া ও জাপানি এনসেফেলাটিসের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না স্বাস্থ্য বিভাগ ৷ জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র রায় বলেন, “একজন শিশু মারা গিয়েছে । আগের থেকে অবস্থা ভাল আছে । আমরা প্রত্যেক ব্লকে টিম পাঠিয়েছি । দেখা হচ্ছে ওই এলাকায় কী সমস্যা আছে । কোচবিহার জেলা থেকেই সদর হাসপাতালের বেশি শিশু এসেছে এখানে । এদিকে জলপাইগুড়ির মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালেও ৮৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে ।”