তৃণমূলে যোগ দিয়ে দায়িত্ব পেয়েছিলেন উত্তর-পূর্বের জনপ্রিয় কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। এবার তাঁকে রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন দিল রাজ্যের শাসকদল তৃণমূল। আগামী ৪ অক্টোবর রাজ্যসভার একটি উপনির্বাচন। তৃণমূল বিধায়ক মানস ভুঁইঞার ছেড়ে আসা আসনে এবার মনোনীত হলেন সুস্মিতা দেব। একুশের নির্বাচনে জিতে মানস ভুঁইঞা এই মুহূর্তে রাজ্যের বিধায়ক, মন্ত্রী। তাই সেই আসনে উপনির্বাচন হচ্ছে। প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন সুস্মিতা দেব। মঙ্গলবার টুইটে ঘোষণা করল তৃণমূল। বুধবার
এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। এই মুহূর্তে ত্রিপুরায় সংগঠনের ভার সুস্মিতার উপর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি এখনও ত্রিপুরাতেই রয়েছেন। এবার তাঁর কাজ আরও বাড়ল। রাজ্যসভার উপনির্বাচনের লডা়ইয়ে তাঁকেই এগিয়ে দিল তৃণমূল। প্রার্থী হওয়ার খবর পেয়ে খুশি সুস্মিতা দেব। তিনিও টুইট করে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংসদে আরও বেশি মহিলা প্রতিনিধি চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই সুস্মিতাকে পাঠাচ্ছেন বলে টুইটে মতপ্রকাশ করেছেন সুস্মিতা দেব।