কলকাতা

৩৬জন মেডিকেল অফিসার নিয়োগ করছে কেএমসি

 সামনেই উত্‍সবের মরশুম। আসছে কোভিডের তৃতীয় ঢেউ। এই অবস্থায় কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে ৩৬জন মেডিকেল অফিসার নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে। সোমবার থেকেই অনলাইনে এই পদের জন্য আবেদন করতে পারছেন পদপ্রার্থীরা। আগামী ৪ অক্টোবর পর্যন্ত ওই পদের জন্য আবেদন গ্রহণ করা যাবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওই ৩৬টি পদের মধ্যে তপশিল জাতিদের জন্য ৪টি, তপশিল উপজাতিদের জন্য ১০টি, ওবিসি(এ) দের জন্য ১২টি, ওবিসি(বি) দের জন্য ৭টি পদ রয়েছে। এছাড়া ১টি করে পদ থাকছে দৃষ্টিহীন, বধির ও শারীরিক ভাবে আংশিক অক্ষমদের জন্য। আবেদনকারীদের বয়স হতে হবে ১ জানুয়ারি ২০২১ সালের হিসাবে ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এমবিবিএস ডিগ্রি ও মেডিকেল কাউন্সিলে নাম রেজিস্টার্ড থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে। তবে আবেদন করা প্রার্থীদের মধ্যে যাদের ডিপিএইচ বা এমডি করা থাকবে এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে যাদের নূন্যতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকবে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। পুরুষ এবং মহিলারা উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মনে করা হচ্ছে কোভিডের তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখেই এই নিয়োগ করা হচ্ছে।