বন্ধ হচ্ছে না ‘দুয়ারে রেশন’ প্রকল্প। বুধবার হাইকোর্টের এই রায়ে বড়সড় স্বস্তি পেল রাজ্য সরকার। দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশ নয় । ডিলারদের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অরিন্দম সিনহা আজ এই নির্দেশ দিয়েছেন । আদালত আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বিচারপতি । এদিকে, আজ থেকে এই প্রকল্প পরীক্ষামূলকভাবে রাজ্যে চালু করার কথা । স্বাভাবিকভাবেই হাইকোর্টের রায়ে স্বস্তি রাজ্য সরকারের ৷ দুয়ারের রেশন প্রকল্পে ডিলারদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে ৷ পাশাপাশি, এই প্রকল্প কেন্দ্রীয় আইনের পরিপন্থী বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ডিলারদের একাংশ । ডিলারদের বক্তব্য ছিল গ্রাহকরা দোকানে এসে রেশন নেবেন সেটাই রীতি । পাশাপাশি, এই প্রকল্প বাস্তবায়িত করতে গেলে বিপুল পরিবহন সংক্রান্ত খরচ বহন করতে হবে ডিলারদের । তাই এই প্রকল্পের উপর স্থগিতাদেশ জারি করুক আদালত ।অন্যদিকে, রাজ্যের বক্তব্য ছিল এটা একটা পরীক্ষামূলক প্রকল্প হিসেবে চালু করেছে রাজ্য সরকার । সাফল্য পেলে ভবিষ্যতে এই প্রকল্পকে চালিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হবে । পাশাপাশি, বেশিরভাগ ডিলাররাই প্রকল্পের কোনও বিরোধিতা করেননি ৷ কারণ রাজ্য তাদের পরিবহন ও অন্যান্য খরচ দেবে । সব দিক খতিয়ে দেখে বিচারপতি সিনহা ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছেন । ডিলারদের বক্তব্য ছিল এই প্রকল্পের জন্য রাজ্য সরকার কোনও বিজ্ঞপ্তি জারি করেনি এবং বাড়িতে গিয়ে রেশন দেওয়াটা আইন সংগত নয় ৷ ডিলারদের পক্ষে তা সম্ভব নয় ৷ কারণ সেই পরিকাঠামো নেই রাজ্যে। পাশাপাশি বাড়িতে গিয়ে রেশন দেওয়ার জন্য বিপুল খরচের বোঝা বহন করতে হবে তাদের । ডিলারদের স্বার্থ ক্ষুণ্ন করেই এই প্রকল্প বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছে । কারণ যে পরিমাণ কমিশন তারা পান, এই কমিশনের ভিত্তিতে এই প্রকল্প তাদের পক্ষে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় । দিল্লি সরকারও এই ধরনের প্রকল্প এনেছিল ৷ কিন্তু তা অনুমোদন দেয়নি কেন্দ্রীয় সরকার ।
আইনি বাধামুক্ত হওয়ার পর থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ফের বুধবার থেকে চালু হল ‘দুয়ারে রেশন’ প্রকল্প ট্রায়াল। এর আগে যদিও পরীক্ষামূলকভাবে হাতে গোনা কয়েকটি জেলাতেই এই প্রকল্প চালু করা হয়েছিল। কিন্তু আজকের পর থেকে সমগ্র রাজ্য জুড়েই চালু হল ‘দুয়ারে রেশন’।