একুশের ভোটের আগেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছিলেন ক্ষমতায় আসলেই তাঁর সরকার ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করবেন। তিনি এও জানিয়েছিলেন, রাজ্য়ের কাউকেই আর রেশন দোকানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। রেশন ডিলাররাই এলাকায় এলাকায় যাবেন রেশন সামগ্রী নিয়ে। যার পোশাকী নাম মুখ্যমন্ত্রী দিয়েছিলেন ‘দুয়ারে রেশন’। আজ, বুধবার পরীক্ষামূলক ভাবে দুয়ারে রেশন দেওয়া শুরু করল রাজ্য সরকার। বুধবার থেকেই সব বাধা মিটিয়ে বুধবার থেকেই কলকাতা-সহ রাজ্যের সব জেলায় ‘দুয়ারে রেশন’ প্রকল্পের পাইলট প্রজেক্ট চালু হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মত এদিন বাড়ির দুয়ারে রেশন মিলতেই খুশি আমজনতা। এলাকায় বাড়ির দুয়ারে রেশন বিলি করা হচ্ছে। আগামী পয়লা নভেম্বর রাজ্যজুড়ে প্রতিটি এলাকায় দুয়ারে রেশন দেওয়া হবে। জানা গিয়েছে, পাইলট প্রকল্পের আওতায় ১৫ শতাংশ রেশন ডিলারকে আনা হয়েছে। রাজ্যের ২০ হাজারের বেশি রেশন ডিলারের মধ্যে এখন ৩২০০ ডিলারকে নিয়েই চালু হল পরীক্ষামূলক দুয়ারে রেশন। মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহে চারদিন পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন প্রকল্প চলবে। শুধু শনিবার রেশন দোকান খোলা রাখতে বলেছে খাদ্য দফতর। সূত্রের খবর, বিধিবদ্ধ রেশন এলাকার আওতায় থাকা সাব এরিয়া ও সংশোধিত রেশন এলাকায় ব্লক-পুরসভা ভিত্তিতে ১৫ শতাংশ রেশন ডিলারকে চিহ্নিত করা হয়েছে এই পাইলট প্রকল্পে।