প্রতিক্ষার অবসান। আজ থেকে খুলে গেল বেঙ্গল সাফারি পার্ক। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর, আজ থেকে খুলল এই পর্যটন কেন্দ্র । উত্তরবঙ্গের পর্যটকদের কাছে বহুদিনই আকর্ষণের কেন্দ্রে এই পার্ক। অনেকে এখানে সাফারি করার জন্য পাহাড়ে ওঠার আগে একদিন থেকেও যান সমতলে। তবে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর পার্কের দরজা পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায়। পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ জানান, ‘ বুধবার থেকেই খুলে দেওয়া হল সাফারি পার্ক। করোনার সমস্ত নিয়ম মেনেই পার্ক খোলা হয়েছে।” যদিও পার্ক খোলা হলেও পর্যটকের সংখ্যা কিছুটা কম। তবে কর্তৃপক্ষের আশা, পার্কে দ্রুত ভিড় জমাবেন পর্যটকেরা। করোনার প্রথম ঢেউয়ের সময় ২০২০এর মার্চ মাস থেকে অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হয় পার্ক। এরপর আবার চালু করলেও ২০২১ এ মে মাসে পার্ক বন্ধ করে দেওয়া হয়।