গরিবের ‘মসিহা’ অভিনেতা সোনু সুদের মুম্বইয়ের বাড়ি ও অফিসে আয়কর হানা ৷ তাঁর মুম্বইয়ের বাড়ি এবং লখনউ-তে অভিনেতার অফিস সহ মোট ৬ জায়গায় আয়কর আধিকারিকরা আজ যান বলে খবর ৷ আয়কর বিভাগের তরফে ‘সমীক্ষা’ চালানো হয়েছে বলেই সূত্রের খবর ৷ অভিনেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে গত মাসে দেখা করেছিলেন ৷ সেখানে তাঁকে দিল্লি সরকারের স্কুল মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেন কেজরিওয়াল ৷ আর তার পরেই সোনু সুদের বাড়ি এবং অফিস সহ মোট ৬ জায়গায় আয়কর বিভাগের তরফে কর সংক্রান্ত বিষয়গুলি যাচাই করা হল ৷ ৪৮ বছরের এই অভিনেতা করোনা অতিমারির সময় হওয়া প্রথম লকডাউনের শুরু থেকে চর্চায় রয়েছেন ৷ পরিযায়ী শ্রমিকদের তাঁদের বাড়িতে ফেরাতে বিশেষ ব্যবস্থা করেছিল তাঁর সংস্থা ৷ এমনকি বহু দরিদ্র পরিবারকে আর্থিকভাবে সাহায্য করে, তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি ৷ বহু মানুষ তাঁর কাছে সাহায্যের আর্জি জানিয়ে ছিল ৷ সেই বার্তাগুলি পাওয়া মাত্র সোনুর সংস্থা তাঁদের সাহায্যের জন্য এগিয়ে গিয়েছে ৷ তবে, এই জনহিতকর কাজ করলেও, কোনওদিন রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে ইচ্ছাপ্রকাশ করেননি ৷ কিন্তু, কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎকারের পরেই সোনু সুদের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জোর চর্চা শুরু হয় ৷ এমনকি আসন্ন পঞ্জাব নির্বাচনে তিনি ভোটে দাঁড়াতে পারেন বলেও চর্চা শুরু হয় ৷ তবে, সোনু সুদের বাড়ি এবং অফিসে আয়কর বিভাগের আধিকারিকদের যাওয়া এবং তাঁর কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাতের কোনও যোগ নেই বলে জানিয়েছেন বিজেপির মুখপাত্র আসিফ ভামলা ৷