কলকাতা

ভবানীপুরে প্রচারে বেরিয়ে ফের স্থানীয়দের মুখে মমতার জয় গান শুনে মেজাজ হারালেন প্রিয়াঙ্কা, বচসা পুলিশের সঙ্গেও

ভিডিও -তে দেখে যাচ্ছে স্থানীয় ভোটারদের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল

বুধবারের পর বৃহস্পতিবারেও প্রচারে বেরিয়ে ফের মেজাজ হারালেন ভবানীপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তাঁর দাবি, কোভিডবিধি লঙ্ঘনের দায় চাপানোর জন্য ইচ্ছা করে তাঁর প্রচারের সময় ভিড় বাড়াচ্ছে সাদা পোশাকের পুলিশ। এদিন পুলিশের এক আধিকারীককে বিজেপি প্রার্থী স্পষ্ট বলেন, “কলকাতা পুলিশ সিভিল ড্রেসে আমার প্রচারে ভিড় করছে । আর নির্বাচন কমিশন বলছে কোভিড বিধি মানা হচ্ছে না । এনিয়ে নির্বাচন কমিশন চিঠিও পাঠিয়েছে আমাকে ৷ এই ছবি টিভিতে দেখানো হচ্ছে । আমি কলকাতা পুলিশের থেকে কোনও নিরাপত্তা চাইনি ৷ আমাকে কোনও নিরাপত্তা দেওয়ার দরকার নেই । তাও যদি নিরাপত্তা দিতে হয়, তাহলে ইউনিফর্মে আসুন ৷” এছাড়াও এদিন স্থানীয় ভোটারদের

সঙ্গে জনসংযোগ সারেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভোটদানের আরজি জানাতে গিয়ে আরও একবার ‘হোঁচট’ খান ভবানীপুরের বিজেপি প্রার্থী। স্থানীয়দের দাবি, ‘ঘরের মেয়ে’র নির্বাচনী কেন্দ্রে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। ওই ভোটারকে প্রথমে আশ্বস্ত করার চেষ্টা করেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। প্রার্থীর সঙ্গে বচসা চলাকালীন স্থানীয় ভোটাররা আরও একবার ‘জয় বাংলা’ স্লোগান দেন তাঁকে। তাতে কিছুটা অস্বস্তিতে পড়ে যান তিনি। মমতার জয় গান শুনে ফের মেজাজ হারালেন প্রিয়াঙ্কা। এলাকা ছাড়েন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। উল্লেখ্য, এর আগে বুধবারও একই ঘটনা ঘটে। ওইদিন সকালে ভবানীপুরের যদুবাবুর বাজারে প্রচার শুরু করেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। দেবেন্দ্র ঘোষ রোডে প্রচার সারছিলেন তিনি। বাড়ি বাড়ি ঘুরে চলছিল জনসংযোগ। তবে প্রত্যেক বাড়ির বাসিন্দারা তাঁকে দেখে ভবানীপুরের ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে স্লোগান দেন । স্থানীয়দের মুখে ‘ঘরের মেয়ে’র নামে স্লোগান শুনে কার্যত মেজাজ হারান প্রিয়াঙ্কা টিবরেওয়াল।