উপত্যকার যুব সম্প্রদায়কে নিরাপত্তা বাহিনীর প্রতি আকৃষ্ট করতে এয়ার শো করবে বায়ুসেনা। আগামী ২৬ সেপ্টেম্বর শ্রীনগরের ডাল লেকের উপর এই শো অনুষ্ঠিত হবে। প্রায় ৩ হাজার স্কুল এবং কলেজ পড়ুয়া এতে অংশ নেবে। উপস্থিত থাকবেন ৭০০ শিক্ষকও। বায়ুসেনার এক আধিকারিক একথা জানিয়েছেন। কাশ্মীরের ডিভিশনার কমিশনার পাণ্ডুরং কে পোলে বলেন, আমাদের লক্ষ্য, উপত্যকার যুব সম্প্রদায়কে ভারতীয় বায়ুসেনাতে যোগ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা। জানা গিয়েছে, শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বেশ কিছু স্টল থাকবে। সেখানে বায়ুসেনার সাফল্য তুলে ধরা হবে। তাছাড়া, বায়ুসেনাতে কাজের সুযোগ, নিয়ম ও যোগ্যতা সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নিতে পারবেন পড়ুয়ারা। একইসঙ্গে এই উদ্যোগ পর্যটনকে চাঙ্গা করবে বলেও জানিয়েছেন তিনি।