কলকাতা

নিয়োগে স্বচ্ছতা আনতে প্রকাশ করা হবে টেট-এর উত্তরপত্র

অবশেষে পুজোর আগেই প্রাথমিক টেট-এর ফলপ্রকাশ হতে পারে। পরীক্ষার্থীদের উত্তরপত্র আপলোড করা হবে পর্ষদের ওয়েবসাইটে। এ মাসের শেষে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এমনই ইঙ্গিত মিলেছে পর্ষদ সূত্রে। তারপর চলবে নিয়োগ প্রক্রিয়া। আগেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শিক্ষক নিয়োগের ঘোষণা করেছেন। তিনি বলেছিলেন, পুজোর আগে প্রাথমিক-উচ্চ প্রাথমিক মিলিয়ে প্রায় সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যে ঘোষণা করেছেন, এবার থেকে প্রতি বছর রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট নেওয়া হবে।