বিনোদন

গোলন্দাজের হাত ধরে ফুটবল মাঠের ইতিহাস হাজির বর্তমানের সামনে

মুক্তি পেল বহু প্রতীক্ষিত বাংলা ছবি গোলন্দাজের ট্রেলার। ট্রেলার দেখেই ছবি নিয়ে দারুণ প্রত্যাশা জন্মেছে দর্শকদের মনে। ট্রেলারের শুরুতেই তুলে ধরা হয়েছে ব্রিটিশদের আগ্রাসী মনোভাব ৷ খেলাধুলোয় সেরা হওয়ার ঝুটো অহংকারে যে কোনও উপায়ে দেশবাসীকে দাবিয়ে রাখার প্রচেষ্টা ৷ আর তারই বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার কাহিনী গোলন্দাজ৷ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে ভারতের ফুটবলের জনক বলা হলেও, বাঙালির স্মৃতির অতলে হারিয়ে গিয়েছেন তিনি ৷ তাঁকেই এ বার বড় পর্দায় তুলে ধরছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় । তবে এটি বায়োপিক নয় ৷ এটি ইতিহাসের উপর নির্ভর করে একটি ফিকশন ছবি । বাঙালির ফুটবল নিয়ে আবেগ বহু যুগ ধরে ৷ তবে স্বাধীনতার আগে ১৮৭৯ সালের এই ফুটবলারকে বেমালুম ভুলে গিয়েছে বাঙালি ৷ গোলন্দাজের হাত ধরে সেই ইতিহাসই আবারও হাজির হবে বর্তমানের সামনে ৷ আজ টুইটারে গোলন্দাজের ট্রেলার প্রকাশের কথা ঘোষণা করে এসভিএফ ৷ ক্যাপশনে লেখা হয়, “খেলার মাঠে স্বাধীনতার এক অভূতপূর্ব সংগ্রাম !” জানিয়ে দেওয়া হয় ছবিটি মুক্তি পাচ্ছে ভরা পুজোর মরসুমে ৷ আগামী ১০ অক্টোবর ৷ ছবির মুখ্য চরিত্র নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দেবের অভিনয় বেশ নজরকাড়া৷ ট্রেলারে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রীর ভূমিকায় ইশা সাহাকেও কয়েকটি দৃশ্যে বেশ আকর্ষণীয় লেগেছে ৷ ছোট্ট নগেন্দ্রর চরিত্রে নজর কেড়েছে নেতাজি ধারাবাহিক খ্যাত অঙ্কিত মজুমদার। মুখ্য চরিত্র দেবকে বলতে শোনা গিয়েছে, খেলার মাঠ মানুষকে বাঁধে, ভাঙে না ৷ সেই খেলার মাঠ থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের পণ নিয়েছিল গল্পের গোলন্দাজ৷

https://youtu.be/Ny8fxSoFHkw