এক বছর আগে কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের বিরোধিতা করে নরেন্দ্র মোদি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। শুক্রবার সেই কৃষি আইনের বিরোধিতায় দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশের হাতে আটক হলেন শিরোমণি অকালি দলের সাংসদ হরসিমরত কউর বাদল। হরসিমরতের সঙ্গেই আটক করা হয়েছে তাঁর স্বামী তথা পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর বাদল-সহ ১২ জন অকালি নেতাকে। গুরুদ্বার রকাবগঞ্জ থেকে মিছিল করে সংসদ ভবনের দিকে যাওয়ার পথে তাঁদের আটক করে সংসদ মার্গ থানার নিয়ে যাওয়া হয়। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া মিছিল করা এবং ১৪৪ ধারা ভাঙার কারণেই সুখবীর-হরসিমরত-সহ অকালি নেতাদের আটক করা হয়েছে।