জেলা

ঠাকুরনগর স্টেশনের নাম পরিবর্তন করতে চেয়ে শান্তনুর চিঠি কেন্দ্রীয় রেলমন্ত্রীকে

এবার নিজের এলাকায় একাধিক রেল প্রকল্প এবং ঠাকুরনগর স্টেশনের নাম পরিবর্তনের আর্জি জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈঞ্চবকে চিঠি দিলেন কেন্দ্রীয় জাহাজ ও সড়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের চিঠি থেকে জানা গিয়েছে, তিনি মোট পাঁচটি বিষয় উল্লেখ করেছেন। এক, আরও ট্রেন বাড়ানো এবং ঠাকুরনগর স্টেশনে নতুন প্ল্যাটফর্ম করার আর্জি জানিয়েছেন। দুই, বনগাঁ কেন্দ্রে স্পেশাল কিষাণ রেল চালু করতে বলেছেন। তিন, রানাঘাট–বনগাঁয় ডবল লাইন করার কথাও চিঠিতে উল্লেখ করেছেন। চার, ঠাকুরনগর স্টেশনের নাম পরিবর্তন করে শ্রীধাম ঠাকুরনগর করা হোক বলেও জানিয়েছেন তিনি। আর পাঁচ, বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালু করতে বলেছেন তিনি।  একুশের নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে প্রতিটি জেলার সংগঠনে ভাঙন শুরু হয়েছে। এখানেও ভাঙন ঠেকানো যায়নি।  এই পরিস্থিতি দেখে বনগাঁর মানুষের মন পেতে চাইছেন শান্তনু ঠাকুর। তাই দলের নেতা–কর্মী অন্যদিকে মানুষের মন রাখতেই এই প্রকল্পগুলি চালু করতে চাইছেন তিনি বলে মনে করছেন রাজনৈতিক মহল।